টেকনাফে ৭৫০ টমটম চালককে কিউআর কোডযুক্ত আইডি ও পোষাক বিতরণ

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার ===============কক্সবাজার টেকনাফ পৌর এলাকায় টমটম চালকদের নিবন্ধন কার্যক্রমে বড় ধরনের অগ্রগতি হয়েছে। মোট ৯৬৫ জন চালকের আবেদন যাচাই করে নির্বাচন অফিস ভুয়া এনআইডি শনাক্ত করে বাদ দেয় কয়েকজনকে। চূড়ান্তভাবে ৭৫০ জন বাংলাদেশি নাগরিককে বৈধ চালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
নিবন্ধিত এসব চালকের হাতে কিউআর কোডযুক্ত স্মার্ট আইডি কার্ড ও নির্ধারিত পোষাক বিতরণ করেছে পৌরসভা। প্রত্যেক টমটমে যাত্রীদের সামনে ঝুলানো লেমিনেটেড আইডি কার্ডে কিউআর কোড স্ক্যান করলেই চালকের পরিচয় ও নিবন্ধন তথ্য দেখা যাবে। নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (শেখ এহসান উদ্দীন) জানান, “পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি। এখন থেকে কোনো অপরাধ হলে চালকের পরিচয় আড়াল করার সুযোগ থাকবে না।”রোহিঙ্গা নাগরিকরা টমটম চালানোয় বহু অনিয়ম পাওয়া গেছে। নতুন সিস্টেম চালুর পর এসব সম্পূর্ণ বন্ধ হবে। বৈধ চালক ব্যতীত কেউ টমটম চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পৌরসভা জানিয়েছে, জনগণের চাহিদার ভিত্তিতে শিগগিরই হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া ও অন্যান্য ইউনিয়নের টমটম চালকদেরও একই প্রক্রিয়ায় নিবন্ধন করা হবে। সার্ভারে সংরক্ষিত তথ্য থেকে অপরাধে জড়িত চালকের আইডি সঙ্গে সঙ্গে বাতিল করা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পৌরসভার পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে—আইডি, পোষাক ও যাত্রীদের সামনে প্রদর্শিত লেমিনেটেড পরিচয়পত্র ছাড়া কোনো টমটম ব্যবহার না করতে। প্রয়োজনে কিউআর কোড স্ক্যান করে বা কেবল আইডি নম্বর জানিয়ে অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা।
টেকনাফকে অপরাধমুক্ত করতে এই উদ্যোগকে প্রশাসন “মাইলফলক” হিসেবে দেখছে, আর সফল করতে জনগণের সক্রিয় সহযোগিতা চাওয়া হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৪-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=