নারায়ণগঞ্জে আ’লীগ নেতার ভাইয়ের বর্বরতা চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের ভাই মেছের আলী, পারভেজ (৩৫) নামে এক যুবককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আওয়ামী দোসর মেছের আলীর এ ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।
নির্যাতনের সময় পারভেজ পানি চাইলে তার ওপর মারধরের মাত্রা আরো বেড়ে যায়। এক পযার্য়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। অনেক আকুতি মিনতি করেও তাদের হাত থেকে স্বামীকে রক্ষা করতে পারেননি স্ত্রী খাদিজা বেগম।
সোমবার (২৪ নভেম্বর) সকালে বন্দরের ২৬ নং ওয়ার্ড সোনাচোরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের এসও এলাকার তারা মিয়ার ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে বন্দরের সোনাচোরা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত পারভেজের স্ত্রী খাদিজা বেগম জানান, তার স্বামী পারভেজকে বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদের ভাই মেছের আলী রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
এরপর তাদের নির্মাণাধিন ভবনের পিলারের সাথে বেধে মেছের , তার ছেলে মাহিন, স্ত্রী হাজেরাসহ ৫/৬জন মিলে চোর আখ্যা দিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে।
পিটানো অবস্থায় পারভেজ পানি চাইলে তার ওপর মারধরের মাত্রা আরো বেড়ে যায়। এক পযার্য়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি । আমরা অনেক আকুতি মিনতি করেও তাদের হাত থেকে স্বামীকে রক্ষা করতে পারিনি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পারভেজ নামে এক যুবককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। সংবাদ প্রকাশঃ ২৪-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=