চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি সমর্থকদের মারামারি দলীয় কার্যালয় ও বাড়ীঘরে হামলা-ভাংচুর, আহত ১০

সিটিভি নিউজ।। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারি ও হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০-১২ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিৎিসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের দীঘির পাড় এলাকায়। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াত ও বিএনপি পন্থী নেতাকর্মীদের মাঝে তুচ্ছ ঘটনাতে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের জগন্নাথদীঘির পাড়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয় ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ১০-১২ জন কর্মী সমর্থক। ভাংচুরের ঘটনায় বিএনপি ও জামায়াত একে-অপরকে দোষারোপ করছে। অপরদিকে পৃথক একটি ঘটনায় রবিবার রাতের আঁধারে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে প্রাপ্ত তথ্যে আরও জানা গেছে, জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা পূর্বপাড়া প্রকাশ হইল্লাপাড়ার আরব হোসেন রাজু নামের বিএনপির এক সমর্থক ফেসবুকে বিতর্কিত পোস্ট ও রোববার বিকেলে স্বেচ্ছাসেবকদলের কর্মী সভায় উৎসকানিমূলক বক্তব্য এবং মিথ্যাচারের প্রতিবাদে সন্ধ্যায় জগন্নাথদীঘির পাড়ে স্থানীয় জামায়াত সমর্থকরা শহীদ জিয়া স্মৃতি সংসদে বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলতে যায়।

এ সময় উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম রাশেদের নেতৃত্বে কয়েকজন উৎশৃঙ্খলভাবে স্লোগান দিয়ে জামায়াত সমর্থকদের উপর চড়াও হয়। এর প্রতিবাদে জামায়াত সমর্থকরা তাদের উপর হামলা করলে বিএনপি সমর্থিত রফিক মেম্বার, তপনসহ কয়েকজন আহত হয়। এছাড়াও বিক্ষুব্ধরা বিএনপির সমর্থক আরব হোসেন রাজুর বাড়িতে হামলা করে। পরে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার ছেলে আবির চৌধুরীর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা জামায়াত কর্মী ইসমাইল হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় আহতদের অধিকাংশই বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে। তবে, জামায়াত কর্মী ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি বেসরকারি হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। জগন্নাথদীঘি ইউনিয়নে হামলার প্রতিবাদে উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা খালেদ সাইফুল্লাহ এর নেতৃত্বে একটি গ্রুপ কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার কার্যালয় ভাংচুর করেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। সংবাদ পেয়ে দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন বলেন, ‘কথা কাটাকাটির জের ধরে স্থানীয় লোকজন জগন্নাথদীঘির পাড়ে বিএনপি’র একটি অফিস ভাংচুর করেছে বলে শুনেছি। পরে ছাত্রদলের হামলায় জামায়াত সমর্থক ইসমাইল হোসেন গুরুতর আহত হয়েছে। এছাড়াও একই দিন তারা রাতের আঁধারে কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার ইসলামী পাঠাগার ভাংচুর করেছে। শান্ত চৌদ্দগ্রামকে অশান্তের পাঁয়তারা বন্ধসহ এ ঘটনায় হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, ‘আমরা স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা করছি। কিছু দুস্কৃতিকারী সার্বিক পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে। রোববার রাতে জামায়াতের নেতাকর্মীদের হামলায় আমাদের ৮-১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা প্রশাসনকে অনুরোধ করছি।’

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘সংবাদ পেয়েই তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় কেউই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সংবাদ প্রকাশঃ ২৪-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন