রুটি-রুজির সংগ্রামের পাশাপাশি বৈষম্যহীন রাস্ট্র কায়েমে জোড় লড়াই করতে হবে

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/============
কুমিল্লার দেবীদ্বারে ‘মানুষের মাঝে বৈষম্য নয়, চাই সাম্য চাই মানবতা’-এ শ্লোগানকে সামনে রেখে ‘রসুলপুর ভ‚মিহীন সংগঠনের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সুবিল ইউনিয়নের ‘বুড়িরপাড় পার্কে’ ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ভুমিহীন নেতা আবু মিয়ার সভাপতিত্বে এবং বিশিষ্ট কবি, লেখক হান্নান মূন্সীর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। বিশেষ অতিথি ছিলেন, নিজেরা করি সংস্থা’র বিভাগীয় সংগঠক সবিতা তালুকদার, নিজেরা করি অঞ্চল সমন্বয়ক আব্দুল জব্বার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভ‚মিহীন নেতা লিল মিয়া, নাজমা বেগম, আলাউদ্দিন, কাজুলী প্রমূখ।
প্রধান অতিথি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার তার বক্তব্যে বলেন, আমাদের অন্ন- বস্ত্র- বাসস্থান- শিক্ষা- চিকিৎসা, সংস্কৃতিসহ মৌলিক দাবীগুলো আদায়ের লড়াই-সংগ্রামের পাশাপাশি বৈষম্যহীন রাস্ট্র কায়েম ও রাস্ট্রের সার্বভৌমত্ব রক্ষা আন্দোলনে সামিল হতে হবে।
সম্মেলনে আবু মিয়াকে সভাপতি ও বিশিষ্ট কবি, লেখক হান্নান মূন্সীকে সম্পাদক করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-প্রধান- কাজলী, সহ-সাধারন সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক লিল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, প্রচার সম্পাদক আলাউদ্দিন, সদস্য- বিজুলা বেগম, আবুল বাশার, বিউটি বেগম, জহির মিয়া।
সম্মেলন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জীবন ধর্মী ‘ঘুড়ে দাড়াও’ নাটক উপস্থাপন করা হয়।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ভ‚মিহীন সংগঠনের আঞ্চলিক সম্মেলনে বক্তব্য রাখছেন সম্মেলনের প্রধান অতিথি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। সংবাদ প্রকাশঃ ২১-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=