দেবীদ্বার: ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারী আটক; ডিবি- স্থানীয়দের সংঘর্ষে আহত-১২

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ কুমিল্লার দেবীদ্বারে গোপন সংবাদের ভিত্তিতে বড় মাদকচালান উদ্ধারে অভিযান চালাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), ছাত্রদল নেতা-কর্মী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ডিবি- ছাত্রদল- গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ২টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত জাফরগঞ্জ ইউনিয়নের ভিড়াল্লা গ্রামে টানা উত্তেজনা চলতে থাকে। এতে ডিবির ৭ সদস্য, ছাত্রদলের ২ নেতা ও কয়েকজন গ্রামবাসীসহ অন্তত ১২ জন আহত হন।
ডিবি পুলিশ জানায়, ভিড়াল্লা এলাকার গোমতী নদীর বেড়িবাঁধে বড় একটি মাদকচালান লেনদেন হবে, এমন তথ্যের ভিত্তিতে এসআই পাভেল মিয়ার নেতৃত্বে ৭ সদস্যের একটি দল দুইটি প্রাইভেট কারে করে অভিযান পরিচালনা করে। ক্রেতা সেজে যোগাযোগ করার পর সন্দেহভাজন হাসান আহমেদ (২৫)কে ভিড়াল্লা ‘সাব্বির স্টোর’-এর সামনে আটক করা হয়। তল্লাশিতে তার জিন্স প্যান্টের পকেট থেকে পাঁচটি পলিপ্যাকেটে থাকা মোট এক হাজার পিস ইয়াবা উদ্ধার করার দাবি করে ডিবি।
এ ঘটনায় ডিবির এসআই পাভেল মিয়া বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবীদ্বার থানায় মামলা (নং–৯) করেন। আটক হাসান ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
অন্যদিকে কুমিল্লা (উঃ) জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তানিম অভিযোগ করেন, ডিবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাসানের কাছে ইয়াবা বসিয়েছে। হাসান আমাদের সাথেই ছিল, সে ইয়াবা ব্যবসায়ি না।
তিনি জানান, নজরুল নামে ডিবির এক সোর্সের তথ্যের ভিত্তিতে দেবীদ্বার থানার তিনজন এসআইকে জানিয়ে তারা এলাকাবাসীসহ অবস্থান নেন, মাদক কারবারি ধরতে। সন্দেহজনক একটি প্রাইভেট কার আটক করলে গাড়ির আরোহীরা নিজেদের ডিবি পরিচয় দিলেও আমরা মনে করি এরা মাদককারবারির সহযোগী। পরে আরেকটি গাড়িতে আরও ডিবি সদস্য এলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মারধরের ঘটনা ঘটে।
পরিস্থিতি উত্তপ্ত হলে ডিবি আমাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলে। তবে পথে তারা জানতে পারে গ্রামবাসী কয়েকজন ডিবি সদস্যকে আটকে অস্ত্র লুট করেছে। পরে আমাকে ফের ভিড়াল্লায় এনে ছেড়ে দিয়ে সমঝোতার মাধ্যমে অস্ত্র উদ্ধার করা হয়।
সংবাদ পেয়ে দেবীদ্বার ও বি-পাড়া থানা সিনিয়র সার্কেল এএসপি মো. শাহীন ও দেবীদ্বার থানার ওসি মো. ইয়াসিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বলেন, আমাদের প্রথম প্রাইভেট কারটিতে ৩ ডিবি পুলিশ ক্রেতা সেজে মাদক কারবারীদের সাথে যোগাযোগ করে ঘটনাস্থলে যায়। সেখান থেকে হাসানকে আটক করে আনার পথে স্থানীয়রা হাসানকে ছাড়িয়ে নেয়ার চেষ্টাকালে অপ্রীতিকর ঘটনা ঘটে।
এএসপি শাহীন বলেন, ‘উভয় পক্ষই মাদককারবারি ধরতে চেয়েছিল। ভুল বোঝাবুঝির কারণে সংঘর্ষ হয়েছে। মূল কারবারিরা পালিয়ে গেলেও তাদের ধরতে অভিযান চলছে।’
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে মাদকসহ আটক হাসান(২৫)’র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১৯-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন