ব্রাহ্মণপাড়ায় পুলিশিং কার্যক্রমে ভূমিকা রাখায় ওসির পক্ষ থেকে গ্রাম পুলিশকে পুরষ্কার বিতরণ

সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।========= কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকার অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারসহ বিভিন্ন পুলিশিং কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখার জন্য নির্বাচিত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট, পোশাক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় থানা প্রাঙ্গনে গ্রাম পুলিশ সদস্যদের মাসিক প্যারেড অনুষ্ঠানে এসব পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে চারজন গ্রাম পুলিশ সদস্যকে পুরষ্কার প্রদান করা হয়। গ্রাম পুলিশ সদস্যদের এসব পুরষ্কার সামগ্রী বিতরণ করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। এসময় থানার সকল পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার এই স্বীকৃতি তাদের কর্মোদ্যম ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে। ভবিষ্যতেও এধরণের কার্যক্রম অব্যহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৭-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন