নারায়ণগঞ্জে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানের ধানের শীষ নিয়ে বিশাল শোডাউনে

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরে বিশাল শোডাউন করে প্রচারণা চালিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে শহরের খানপুর এলাকা থেকে শুরু করে বিশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
প্রচারণার শুরুতে মাসুদুজ্জামান মাসুদ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি দোকানপাট, রাস্তার ধারে ও বিভিন্ন বাড়িঘরে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এসময় এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ তার হাতে ধানের শীষের প্রতীক দেখে শুভেচ্ছা জানান এবং পরিবর্তনের আহ্বানে সাড়া দেন।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, বিএনপি জনগণের দল। আমরা মানুষের অধিকার ফেরাতে মাঠে নেমেছি। শহর-বন্দরবাসীর ভোটে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। এই বিজয় হবে গণতন্ত্র ও মানুষের মুক্তির।
প্রচারণায় জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা এলাকায় লিফলেট বিতরণ করেন এবং জনগণের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন।
এদিকে মাসুদের প্রচারণা শুরু হওয়ায় নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। তিনি মাঠে থেকে ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করছেন করছেন বলে ভোটাররা জানান। সংবাদ প্রকাশঃ ১৬-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন