চৌদ্দগ্রামে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান === কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাটে ফেলনা পশ্চিম পাড়া যুবসমাজ কর্তৃক আয়োজিত ‘প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ ফাইনাল খেলায় ফেলনা স্ট্রাইকারর্স ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে ফেলনা টাইগার ফুটবল একাদশ বিজয় লাভ করে টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় অনবদ্য নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের অধিনায়ক মো. শাহরিয়ার। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে অসাধারণ একটি সেভ করে দলকে বিজয়ের দারপ্রান্তে পৌঁছে দিয়ে টুর্ণামেন্ট সেরা গোলরক্ষক নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক মো. রাফি। সমগ্র টুর্ণামেন্ট জুড়ে অসাধারণ খেলা উপহার দিয়ে দর্শকদের হৃদয় কেড়ে নেওয়া মো. মাহফুজ হন টুর্ণামেন্ট সেরা খেলোয়ার। খেলা শেষে বিজয়ী দল ও সেরা খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। খেলাটি সুশৃঙ্খলভাবে ও সুনিপুন দক্ষতায় পরিচালনা করেন ফেলনা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শাহাদাৎ হোসেন। পুরো টুর্ণামেন্ট জুড়ে সৌজন্য স্পন্সর ছিলেন চৌদ্দগ্রাম আল-নূর হাসপাতাল এবং কনকাপৈত মেহেরাজ ট্রেড এন্ড টান্সপোর্ট এজেন্সী।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ঢাকাস্থ মুন্সীরহাট ফাউন্ডেশন’ এর সিনিয়র সহ-সভাপতি ও নবান্ন কর্পোরেশন এর প্রধান নির্বাহী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন ফেলনা গ্রামের কৃতিসন্তান, প্রমিস মাঠ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইসরাফিল মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জহির উদ্দিন বাবর, দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ।

এ সময় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় খেলাধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। এমন একটি সুন্দর ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করায় সংশ্লিষ্ট কর্তপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তারা। ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

বিশিষ্ট সমাজসেবক ও সৌদিআরব প্রবাসী মো. ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কপিল উদ্দিন মোল্লা, সাংবাদিক মো. গোলাম রসুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সফিউল ইসলাম জিয়া প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য মো. নাজমুল হোসাইন, মো. মাহফুজ, মো. সাইদুল আরাফাত, মো. সোহেল, নাসির উদ্দিন, মো. জাহিদুল ইসলাম, মো. তানিম সহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ প্রকাশঃ ১৪-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন