চৌদ্দগ্রামে অসহায় ভ্যানচালককে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের নতুন ঘর উপহার,

সিটিভি নিউজ।। তরিকুল ইসলাম তরুন সংবাদদাতা জানান ====কুমিল্লার চৌদ্দগ্রামে অসহায় ভ্যানচালক আবদুল মমিনের হাতে নতুন টিনসেড ঘর তুলে দিয়েছে স্বপ্নপূরণ ফাউন্ডেশন। শুক্রবার সংগঠনটির ‘আশ্রয়ন প্রকল্প’-এর উদ্যোগে জগন্নাথদীঘি ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সাতঘড়িয়া গ্রামে ঘর পেয়ে খুশিতে আবেগাপ্লুত হন তিনি।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোনাজাত করেন উপজেলা সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি ও চিওড়া আজগরিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আনোয়ার উল্লাহ। স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক মনির হোসেন খোকন, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, পাঁচরা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নুর মোহাম্মদ সুমন, উপদেষ্টা আবুল হাশেমসহ সংগঠনটির সদস্য ও গ্রামবাসী।

নতুন ঘর পেয়ে আবদুল মমিন বলেন, “ভ্যান চালিয়ে কোনোমতে সংসার চলত। টাকার অভাবে জরাজীর্ণ ঘরে থাকতে হতো। আজ নতুন ঘর পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সকলের প্রতি কৃতজ্ঞ।”

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আবদুল মমিনের আবেদন পেয়ে সরেজমিন পরিদর্শনের পর প্রবাসী ও দেশের মানবিক ব্যক্তিদের সহায়তায় ঘরটি নির্মাণ করা হয়েছে। এর আগে ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় পরিবারকে আরও পাঁচটি নতুন ঘর প্রদান করা হয়েছে। তিনি বলেন, “প্রবাসীদের দেয়া অনুদান যথাযথভাবে পৌঁছে দিতে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৪-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন