কুমিল্লায় ৮ ইসলামি দলের অবস্থান কর্মসূচি -“ফ্যাসিবাদ মোকাবেলায় ব্যর্থ ইউনুস সরকার”

সিটিভি নিউজ।। তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা===================ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলায় ব্যর্থ হয়েছে ইউনুস সরকার— এমন মন্তব্য করেছেন ইসলামী আট দলের নেতারা। তারা বলেন, “ফ্যাসিবাদের দোসরদের এমন দু’সাহস বাংলার আপামর জনতা কখনো মেনে নেবে না।”

বৃহস্পতিবার কুমিল্লা নগরীর টাউন হল মুক্তমঞ্চে “ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে” আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ বক্তব্য দেন ৮ ইসলামি দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণভোট ও জুলাই সনদের ভিত্তি ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না ইসলামী আট দল। তারা আরও বলেন, “আমরা নির্বাচন চাই, তবে আমাদের ছেলেমেয়েদের রক্তের সঙ্গে বেইমানি করে জুলাই সনদ ও গণভোট ছাড়া নির্বাচনে যেতে পারি না। বাংলাদেশের জনগণও তা মেনে নেবে না।”

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি এম এম বিল্লাল হোসাইন, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, এবং কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি কাউন্সিল মোশারফ হোসাইন, জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আমীর হামজা, সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাসেম, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, ছাত্রশিবির কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসানসহ আট ইসলামি দলের শীর্ষ নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১৪-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন