‘সুজন রাষ্ট্রের সর্বক্ষেত্রে পথপ্রদর্শক ও পরামর্শক হিসেবে কাজ করছে’ -ইউএনও রাকিবুল ইসলাম

দেবীদ্বারে ‘সুজন’-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
কুমিল্লার দেবীদ্বারে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে আলোচনা সভা, র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সুজন’ দেবীদ্বার উপজেলা সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাছুম এবং সঞ্চালনা করেন ধারা ভাস্যকার আল আমিন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিককুর রহমান বাশার, সুজনের উপদেষ্টা মোজাফ্ফর আহমেদ, দেবীদ্বার মুভমেন্টের সভাপতি মো. নাহিদুল ইসলাম নাহিদ প্রমুখ।
আলোচনায় অংশ নেন ডা. ফিরুজ আহমেদ মোল্লা, হাফেজ মাওলানা সফিকুল ইসলাম, কাজী খোরশেদ আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সুজনের উপজেলা সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, ‘সুজন দলনিরপেক্ষতা, সততা, স্বচ্ছতা, একতা ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে রাষ্ট্রের সর্বক্ষেত্রে পথপ্রদর্শক ও পরামর্শক হিসেবে কাজ করে আসছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা, নাগরিকের মৌলিক অধিকার বাস্তবায়ন এবং প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করতে সুজনের কার্যক্রম সময়োপযোগী ও প্রশংসনীয়।’
শেষে কেক কেটে ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ‘সুজন’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী ও কেক কাটার ছবি। সংবাদ প্রকাশঃ ১২-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন