ব্রাহ্মণপাড়ায় প্রফেসর সিদ্দিকুর রহমানের দাফন সম্পন্ন

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।।সংবাদদাতা —
নিজের জন্মভূমির মাটিতে চির নিদ্রায় শায়িত হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক প্রফেসর মোঃ সিদ্দিকুর রহমান। গত ৭ নভেম্বর (শুক্রবার) দুপুরে নিউইয়র্কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ​তিনি সাহেবাবাদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। পরবর্তীতে তিনি ১৯৮৮ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে (আমেরিকায়) স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মৃত্যুর পর তার লাশ বাংলাদেশে এনে গত ১১ই নভেম্বর (মঙ্গলবার) বাদ আসর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তার নিজগ্রাম ছাতিয়ানী কেন্দ্রীয় মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সমাজসেবক ও শিক্ষা অনুরাগী সিদ্দিকুর রহমান এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। এছাড়া এলাকার দরিদ্রদের মাঝে সব সময় সাহায্য সহযোগিতা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পুরো ব্রাহ্মণপাড়া উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, অধ্যক্ষ মুবিন আখন্দ, অ্যাডভোকেট মজিবুর রহমান, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, মোস্তফা কামাল মানিক, ইমন হোসেনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ প্রকাশঃ ১২-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন