মুরাদনগরে ফ্ল্যাটে ‘পতিতাবৃত্তি ও মানবপাচার’ চক্রের আস্তানা, ৬ নারী-পুরুষ কারাগারে

কুমিল্লার মুরাদনগরে ভাড়া ফ্ল্যাটে মানবপাচার ও পতিতাবৃত্তির রমরমা ব্যবসা পরিচালনার অভিযোগে নারীসহ আটক ৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা জানান ঃ=============
কুমিল্লার মুরাদনগরে একটি ভাড়া ফ্ল্যাটে মানবপাচার ও পতিতাবৃত্তির রমরমা ব্যবসা পরিচালনার অভিযোগে নারীসহ আটক ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই চক্রের কার্যক্রমের পর্দা ফাঁস করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নিমাইকান্দি এলাকার জাকিরের বিল্ডিংয়ের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। স্থানীয়দের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালায়। এই চাঞ্চল্যকর ঘটনায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আখন্দপাড়ার বাসিন্দা খাদিজা আক্তার (৪০) বাদী হয়ে মানবপাচার ও যৌন নিপীড়নের অভিযোগে মোট ৮ জনকে আসামি করে মুরাদনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাপিতলা গ্রামের লিটন মিয়ার ছেলে শাহ পরান (২১), মুরাদনগর দক্ষিণ পাড়ার খাইরুল ইসলামের ছেলে নাঈম আহমেদ (১৮), রানীমুহুরী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রাকিব হোসেন (১৮), চাপিতলা গ্রামের সোহেল মিয়ার মেয়ে রুমা আক্তার (১৯), রাণীমুহুরী গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী (বর্তমানে ওই বিল্ডিংয়ের ২য় তলার ভাড়াটিয়া) সাদিয়া আক্তার (১৯) ও নবীপুর পশ্চিম পাড়ার কবির হোসেনের মেয়ে নুরুন্নাহার (২০)। তবে মামলার প্রধান আসামি লুনা আক্তার (৩৫) ও তার স্বামী বিল্লাল হোসেন (৪২) পুলিশের অভিযান শুরুর আগেই পালিয়ে যেতে সক্ষম হন।
মামলার বাদী খাদিজা আক্তার অভিযোগ করেন, রামচন্দ্রপুর বাজার থেকে তার মেয়ে সুমনা আক্তারের সঙ্গে শাহপরান নামে এক ছেলের পরিচয় হয়। এরপর শাহপরান তাকে নিমাইকান্দি নিয়ে যায়। সেখানে প‚র্ব থেকে অবস্থান করা বাকি আসামিরা সুমনার সাথে থাকা স্বর্ণের চেইন, কানের দুল, আংটি ও পায়ের নুপুর ছিনিয়ে নেয়। এছাড়াও তারা সুমনাকে যৌন নিপীড়নের জন্য প্রচুর নির্যাতন করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল ও তার স্ত্রী লুনা আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মানবপাচার ও পতিতাবৃত্তিমূলক কর্মকাÐ চালিয়ে আসছিলেন। তারা এর আগেও একাধিকবার একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু আইনের দুর্বলতার সুযোগে তারা অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ৬ জনকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠোনোর নির্দেশ দেয়। আসামিদের নিকট থেকে ভুক্তভোগীর মালামাল উদ্ধারের কার্যক্রম চলছে। মানবপাচার ও পতিতাবৃত্তি চক্রের মূল হোতা বিল্লাল ও তার স্ত্রী লুনাকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত আছে। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন