টেকনাফ সদর বিএনপির ৯নং ওয়ার্ডে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান সংবাদদাতা কক্সবাজার ========== বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টেকনাফ সদর ইউনিয়ন শাখার আওতাধীন ৯নং ওয়ার্ডের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) তারিখে দলীয় সিদ্ধান্তক্রমে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে শামসুদ্দিন আলম সভাপতি, জিয়ারুল হক সাধারণ সম্পাদক এবং আজগর কামাল সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মোঃ তাহের এবং সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ।

নতুন কমিটি ঘোষণার পর নেতা-কর্মীদের মাঝে উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়েছে। উপস্থিত বক্তারা বলেন, বিএনপির তৃণমূল শক্তিকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই ৬১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত।

সভাপতি শামসুদ্দিন আলম বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে দলীয় আদর্শ বাস্তবায়নে কাজ করব এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বশক্তি নিয়োগ করব।”

এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিয়ারুল হক বলেন, “দলীয় শৃঙ্খলা ও সংগঠনের কাঠামোকে আরও মজবুত করতে আমরা ওয়ার্ডের প্রতিটি ইউনিটে নেতৃত্ব বিকাশে কাজ করব।”

সাংগঠনিক সম্পাদক আজগর কামাল জানান, “তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আমরা বিএনপির আন্দোলনকে আরও গতিশীল করব।”

দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি টেকনাফ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিএনপির রাজনীতিকে নতুন গতি ও দিকনির্দেশনা দেবে। সংবাদ প্রকাশঃ ১০-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন