দেবীদ্বারঃ ২৪ নভেম্বরের মধ্যে ১ লক্ষ ২৪ হাজার শিশুর সুরক্ষায় টাইফয়েট টিকাদান সম্পন্ন হবে

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/================
আগামী ২৪ নভেম্বরের মধ্যে ‘টাইফয়েট জ¦রের ভয়াবহতা রোধে দেবীদ্বারের ৫- থেকে ১৫ বছর বয়সী ১ লক্ষ ২৪ হাজার ৬৮ জন শিশুর টিকাদান সম্পন্ন করা হবে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে, আয়োজক ও সংশ্লিষ্টরা ওই আশ^াস দেন। আলোচকরা বলেন, একটি মহল টাইফয়েড জ্বরের টিকাদান কর্মসূচীকে হারাম এবং এ টিকাদানে শিশুরা ক্ষতিগ্রস্থ্য হবে বলে যে অপপ্রচার করেছে, সেটি দেবীদ্বারের টিকাদান কর্মসূচীতে প্রভাব পড়েনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহিবুস সালাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাদাত ইরতিসাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শুভ্রত গোস্বামী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, একাডেমিক সুপার ভাইজর মো. মাঈনুদ্দিন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বাঙ্গরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মো. রুহুল আমিন প্রমূখ।
উল্লেখ্য টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় গত ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
সংবাদ প্রকাশঃ ১০-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন