কুমিল্লা-৫ আসনে ব্যারিস্টার মামুনের মনোনয়নের দাবিতে মহাসড়ক অবরোধ; ১০ কিলোমিটার যানজট

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ===== কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন তার সমর্থক ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর (নুর মহল সংলগ্ন) এলাকায় বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কের দুই পাশ অবরোধ করেন।
প্রায় আধা ঘণ্টা ধরে অবরোধ চলায় উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তির শিকার হন।
বিক্ষোভকারীরা “ব্যারিস্টার মামুনকে মনোনয়ন দিতে হবে”, “তারুণ্যের নেতৃত্ব চাই”, “বুড়িচং-ব্রাহ্মণপাড়ার দাবী—মামুন ভাই এমপি হোক” ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসা জনপ্রিয় ও যোগ্য নেতা ব্যারিস্টার মামুনকে উপেক্ষা করা অন্যায় সিদ্ধান্ত। স্থানীয় কর্মীরা তার নেতৃত্বেই বিএনপিকে সংগঠিত রেখেছেন, তাই তাকে মনোনয়ন না দিলে কর্মীরা মেনে নেবে না।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভারেল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম লাবলু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মফিজুল ইসলাম, ভারেল্লা উত্তরের যুবদলের সদস্য নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. শাহ আলম, খোরশেদ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জাকির হোসেন, মুক্তিযোদ্ধা মো. ইউনুছ মিয়া, ময়নামতি স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল আজাদ, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক মিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী।
প্রায় আধা ঘণ্টা অবরোধের পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়। সংবাদ প্রকাশঃ ০৭-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=