কুষ্টিয়ায় আলোচিত জোড়া খুনের প্রধান আসামি সোহেল নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মণ্ডল গ্রুপের সর্দার সোহেল মণ্ডলকে (৪০) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে র্যাব-১১-এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশিপুর দেওয়ানবাড়ি কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সোহেল দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামের নওয়াব মণ্ডলের ছেলে।
র্যাব-১১ জানায়, দৌলতপুর থানায় মামলা দায়ের করার পর থেকেই সোহেল মণ্ডল পলাতক ছিলেন এবং পরিচয় গোপন করে নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন। মামলার এজাহার অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর রাতে দৌলতপুরের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বায়জীদ সরদার গ্রুপ ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে বিছার সরদারের ছেলে সারফান সরদার (৩৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসেম সরদারের ছেলে বায়জীদ সরদারকে (৪৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছিলেন।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মোর্শেদ বলেন, সংঘর্ষের পর থেকে সোহেল মণ্ডল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, গ্রেপ্তার সোহেল মণ্ডলকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। সংবাদ প্রকাশঃ ০৬-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=