টেকনাফে সাবেক মেম্বারের মরদেহ উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==========কক্সবাজারের টেকনাফে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক ও সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইউনুস সিকদারের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার “আনোয়ার প্রজেক্ট” সংলগ্ন প্রধান সড়কের নিচে ব্রীজের তলায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে ইউনুস সিকদার নিখোঁজ ছিলেন। ভোরে তার লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত চলছে।”
ইউনুস সিকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় এই সাবেক জনপ্রতিনিধির মৃত্যু ঘিরে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সংবাদ প্রকাশঃ ০৫-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=