বিএমইউতে প্রিসিশন মেডিসিন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ==== বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ রবিবার ২ নভেম্বর ২০২৫ইং তারিখে শহীদ ডা. মিল্টন হলে প্রিসিশন মেডিসিন বিষয়ক (Seminar onTurning Potential into Practice: Precision Medicine in Bangladesh) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএমইউর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বর্তমান চিকিৎসাবিজ্ঞানের যুগে প্রিসিশন মেডিসিনও একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে একজন রোগীর জিনগত বৈশিষ্ট্য, পরিবেশ এবং জীবনযাত্রার ভিন্নতার উপর ভিত্তি করে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মূল লক্ষ্য হলো প্রতিটি রোগীর জন্য সঠিক ডোজ, সঠিক সময়ে দেয়াসহ সঠিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা। বিশেষ করে ক্যান্সার চিকিৎসায় এটা অত্যন্ত কার্যকর পদ্ধতি।
প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, প্রিসিশন মেডিসিন এগিয়ে যাবেই। বর্তমান যুগে প্রিসিশন মেডিসিনকে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। আধুনিক চিকিৎসাসেবায় জেনেটিক্যাল এ্যানালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাসেবার নিত্যনতুন পরিবর্তনগুলো চিহ্নিত করা এবং সে অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া জরুরি। সকল রোগীর ক্ষেত্রে একই ধরণের চিকিৎসাসেবা সমানভাবে কার্যকর নয়। এ জন্য প্রয়োজন সঠিক গবেষণা, যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ইত্যাদি। প্রিসিশন মেডিসিন এক্ষেত্রে বিরাট অবদান রাখতে পারে। কারিকুলামে এআই এবং প্রিসিশন মেডিসিন অন্তর্ভুক্ত জরুরি। একই সাথে দেশে বিদেশের মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। তা না হলে দেশের রোগীদের চাহিদা পূরণ করা সম্ভব হবে না। তাই স্বাস্থ্যখাতে যথাযথ অবদান রাখতে হলে এখন থেকেই নিজেদেরকে সেভাবে প্রস্তুত করার মাধ্যমে বিএমইউকে দেশ বিদেশে আস্থা ও মর্যাদার আসনে সু-প্রতিষ্ঠিত করতে হবে।
ইউজিসির সাব প্রজেক্ট অফ হাইয়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন এর উদ্যোগে আয়োজিত সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোঃ আকরাম হোসেন, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. আবু সৈয়দ মোঃ মোসাদ্দেক, ইউএস বাংলা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. রুকসানা রায়হান, বিএমইউর মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার, কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টো এর রিসার্চ ফেলো ডা. আবু শাহদাৎ মোহাম্মদ নুরুন্নবী।
তারা প্রিসিশন মেডিসিনের গুরুত্ব, প্রয়োজনীয়তা, সম্ভাবনাসহ প্রায়োগিক নানাদিক তুলে ধরেন।
গুরুত্বপূর্ণ এই সেমিনারে যেসকল প্রবন্ধ উপস্থাপন করা হয় সেগুলো হলো ‘রোড ম্যাপ ইন ইমপ্লিমেন্টিং প্রিসিশন মেডিসিন এট বিএমইউ’; ‘এক্সিলারেটিং প্রিসিশন মেডিসিন উইথ এআই’; ‘রোল অফ ক্লিনিক্যাল ল্যাবরেটরিস ইন ইমপ্লিমেন্টিং প্রিসিশন মেডিসিন’; ‘ফার্মাকোজেনোমিক্স ইন প্রিসিশন মেডিসিন’; ‘ল’স, রেজুলেশন্স এন্ড ইথিক্স রিকমেন্ডেড ফর ইমপ্লিমেন্টিং প্রিসিশন মেডিসিন’ ইত্যাদি। 
সেমিনারে সভাপতিত্ব করেন বিএমইউর ভাইরোলজি বিভাগের ও ইউনিভার্সিটি সেন্ট্রাল সাব কমিটির সভাপতি অধ্যাপক ডা. আফজালুন নেছা এবং সঞ্চালনা করেন এনাটমি বিভাগের অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু। অনুষ্ঠান শেষে ছিল প্রশ্নত্তোর পর্ব এবং সনদ ও ক্রেস্ট বিতরণ। সংবাদ প্রকাশঃ ০৪-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=