বাঙ্গরায় শিশু মীম হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় সাত বছর বয়সী শিশু আদিবা জাহান মীম হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল।

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন ,সংবাদদাতা মুরাদনগর থেকে ঃ================
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামের সাত বছর বয়সী শিশু আদিবা জাহান মীম হত্যাকারীদের দ্রæত গ্রেফতারের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মীমের নিজ গ্রাম সীমানারপাড় থেকে বাঙ্গরা পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে ৪/৫ গ্রামের কয়েক হাজার লোক অংশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানান।
শিশু আদিবা জাহান মীম গত ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে সীমানারপাড় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। ছয় দিন পর ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পাশ্ববর্তী দৌলতপুর গ্রামের আব্দুল আলীমের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। সে দৌলতপুর মাদ্রাসায় নার্সারিতে অধ্যয়নরত ছিল।
নিহত মীমের বাবা আবু হানিফ এবং মা জান্নাত আক্তার মিছিলে অংশ নিয়ে কান্নাজড়িত কণ্ঠে তাদের সন্তানের হত্যাকারীদের দ্রæত বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিল শেষে বাঙ্গরা জেলা পরিষদ মার্কেটের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এমন বর্বর ও নৃশংস হত্যাকাÐ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসন দ্রæত পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, মুকবল হোসেন মাস্টার, আব্দুল আউয়াল মেম্বার, ডাঃ আমজাদ হোসেন, ইকবাল হোসেন, মীমের চাচা হারুনুর রশীদ, বিএনপি নেতা হুমায়ুন কবির, হাজী বাছির মিয়া, জাকির হোসেন, শেখ শাহপরান, নাইম মিয়া, মফিজ সরকার ও আবু মুছা প্রমুখ।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, দ্রæততম সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন। সংবাদ প্রকাশঃ ০৩-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন