এবি পার্টির প্রার্থী তৌফিকের নির্বাচনী শোডাউন

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক জানান ====
আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত কুমিল্লা-৬ আসনের এমপি প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউন করেছেন। এ সময় তার সঙ্গে শত শত নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ামি রেস্টুরেন্টের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদুয়ারবাজার বিশ্বরোডে নুরজাহান হোটেলের সামনে গিয়ে শেষ হয়।

এবি পার্টির কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীর উপস্থাপনায় মোটরসাইকেল র‍্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এমপি প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, আমরা পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী। সময় এসেছে রাজনীতির গতানুগতিক ধারা থেকে বের হওয়ার। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হলো সমতা ও জবাবদিহিতা। আমরা এ দেশে গোলাম হয়ে বাস করি, আমরা নাগরিক হয়ে উঠতে পারিনি। আমরা সেদিনই নাগরিক হয়ে উঠবো যেদিন জনপ্রতিনিধির কাছে আমরা জবাব চাইবো এবং তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন।

তিনি আরো বলেন, এদেশের সাধারণ জনগণের ক্ষমতা একদিনের। একদিন সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবে কে যাবে রাষ্ট্র ক্ষমতায়। সময় এসেছে পরিবর্তনের। সুতরাং ২০০ টাকা ৫০০ টাকার কাছে বিক্রি না হয়ে এলাকার জন্য সমাজের জন্য দেশের জন্য যে কল্যাণ বয়ে আনবে তাকেই ভোট দিন। এদেশের জনগণই পারে দেশকে বদলে দিতে। আমরা চাই একটি জবাবদিহিতা মূলক কল্যাণ রাষ্ট্র।

শোডাউনে অংশ নেন, এবি পার্টির কুমিল্লা জেলা সংগঠনিক সম্পাদক আবু ছালেহ মো. মাসুদ, পার্টির কুমিল্লা মহানগর সদস্য সচিব আবদুল কাইয়ুম মুকুল, কুমিল্লা মহানগর সংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, আমার বাংলাদেশ কৃষক পার্টির আহবায়ক আশ্ররাফুল আলম রতন, নির্বাচন পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মো. সরকার বাবুল, মহানগীর ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. সেলিম, ১৭ নম্বর ওয়ার্ডে সদস্য সচিব গাজী জসিম, পেয়ার মিয়া, রায়হান, মিজান প্রমুখ। সংবাদ প্রকাশঃ ৩১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন