রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী শুটার শফিক বিদেশি পিস্তলসহ গ্রেফতারে

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম (শফিক) ওরফে শুটার শফিককে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে রাজধানীর মাদারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম।
র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলা।
শফিকুল ইসলাম তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্ণগোপ এলাকার মো. ফাইজুল ইসলামের ছেলে। একসময় তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন এবং রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন শুটার শফিক। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, অস্ত্রবাজি ও মাদক কারবারের অভিযোগ দীর্ঘদিনের। এলাকার মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল।
রূপগঞ্জের বিভিন্ন এলাকায় শফিকের নামে চাঁদা দাবি, অস্ত্রের মহড়া, প্রতিপক্ষকে মারধর ও গুলির ভয় দেখানোর বহু অভিযোগ রয়েছে। কর্ণগোপ এলাকায় তিনি দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। এমনকি সম্প্রতি তিনি বেশ কয়েকটি জমি দখল ও জোরপূর্বক অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ উঠেছে।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, শফিকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
স্থানীয়রা জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন ও রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তনের পর বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন শফিক। ক্ষমতার শূন্যতা কাজে লাগিয়ে তিনি চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার অপকর্ম ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েন গোটা এলাকাবাসী। শেষ পর্যন্ত তার গ্রেফতারে স্বস্তির নিশ্বাস ফেলেছেন স্থানীয়রা। সংবাদ প্রকাশঃ ৩০-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন