মুরাদনগরে ৩শ’ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ঃ ৭০ জনের ছানি অপারেশন

ঢাকাস্থ দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি কর্তৃক উপজেলার পায়ব হাজী আবদুল গণি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা জানান ========== ঃ
মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করে ঢাকাস্থ দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি কর্তৃক একটি ফ্রি চক্ষু চিকিৎসা সেবা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘চক্ষু শিবির বাস্তবায়ন কার্যক্রম-২০২৫’-এর আওতায় শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার পায়ব হাজী আবদুল গণি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনকল্যাণমুলক উদ্যোগটি সম্পন্ন হয়।
কুমিল্লা চক্ষু হাসপাতাল (বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি)-এর তত্ত¡াবধানে দিনব্যাপী এই শিবিরে মোট ৩০০ জন রোগীকে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
সেবাপ্রাপ্তদের মধ্যে চোখের ছানি জনিত জটিলতায় আক্রান্ত ৭০ জন রোগীকে চিহ্নিত করে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য কুমিল্লা চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে।
সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুয়েট প্রফেসর ডঃ ইঞ্জিনিয়ার এম কে আহসান। বিশেষ অতিথি ছিলেন, সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক খান।
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ শিবিরটি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেন। এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই উদ্যোগটি ব্যাপক প্রশংসিত হয়েছে।
সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম জানান, বিগত ১৩ বছর ধরে চিকিৎসা সেবা ও শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৪-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন