ব্রাহ্মণপাড়ায় গ্রাম প্রতিরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান =====
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম প্রতিরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ১০ দিনের (চলমান) মৌলিক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। গত ২১ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে ব্রাহ্মণপাড়া মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে ব্রাহ্মণপাড়া আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম গ্রাম প্রতিরক্ষায় ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ ও মোবাইল ব্যবহার নিয়ে সচেতনা মূলক বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি আনসার ও ভিডিপি সদস্যদের বলেন, গ্রাম প্রতিরক্ষায় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে আপনারা সবসময় নিয়োজিত থাকবেন। এছাড়া মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে আপনাদের ভূমিকা থাকবে সর্ব প্রথমে। তাহলে সমাজে অপরাধ প্রবনতা কমে আসবে। এ সময় আনসার ভিডিপির কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ প্রশিক্ষণ নেওয়া গ্রাম প্রতিরক্ষায় আনসার ভিডিপির সদস্যগণ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৩-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন