মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==========
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঐতিহ্যবাহী মোহনপুর উচ্চ বিদ্যালয় নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক খোরশেদ আলমের ফেসবুক পোস্ট ঘিরে বুধবার (২২ অক্টোবর) দুপুরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
জানা যায়, বুধবার (২২ অক্টোবর) সকালে বিদ্যালয়ের সভাপতি ও বুয়েটের অধ্যাপক খোরশেদ আলম তার ফেসবুক আইডিতে বিদ্যালয়কে উদ্দেশ্য করে একটি ব্যঙ্গাত্মক লেখা পোস্ট করেন। পরে তা ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
স্ট্যাটাসে তিনি লিখেন,- “বাটপারপুর হাই স্কুলে জ্ঞান নয়, এখন চলে চুলকানি সেশন। একসময় যেখানে বইয়ের গন্ধে ক্লাসরুম ভরে থাকত, সেখানে এখন বাতাসে ভেসে বেড়ায় চক্রান্তের সুবাস। এই স্কুলের তিন তারকা— মিঃ পণির বিখাউজ, মিঃ চুলকানি-একজিমা, আর মিঃ প্যারালাইসিস গলা ভাঙ্গা চ্যাগান আলী— তিনজনই যেন নাটকের প্রধান চরিত্র।” প্রায় ৪২ লাইনের ওই স্ট্যাটাস ভাইরাল হলে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী প্রতিবাদে ফেটে পড়েন। ব্যাপক সমালোচনার মুখে পরে সভাপতি দ্রæতত পোস্টটি মুছে ফেলেন।
সাবেক শিক্ষার্থী আল আমিন তার ফেসবুকে লিখেন,-
“আমার প্রিয় বিদ্যাপীঠ মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতি খোরশেদ আলমের ফেসবুক পোস্ট আমাদের হৃদয় বিদীর্ণ করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা দাবি করছি।”
মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ইউপির সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম বলেন, “বিদ্যালয়ের একজন সভাপতি হয়ে এমন ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা ইতোমধ্যে তার গ্রামের মুরুব্বিদের কাছে এ ঘটনার বিচার চেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।”
এ বিষয়ে অত্র বিদ্যালয়ের সভাপতি ও বুয়েটের অধ্যাপক খোরশেদ আলম বলেন,- “এটি একটি গল্প মাত্র। গল্পকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করা অযৌক্তিক। আমি কোনো বিদ্যালয়, গ্রাম বা ব্যক্তির নাম উল্লেখ করিনি। শিক্ষার মানোন্নয়নে কাজ শুরু করার পর একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারাই গল্পের রূপক বিকৃত করে প্রচার করেছে।”
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন,- “আমি ঘটনাটি সম্পর্কে সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট পেয়েছি, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং গ্রামবাসীর মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। যেকোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ছবির ক্যাপশন: মোহনপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক খোরশেদ আলমের যে ফেসবুক স্ট্যাটাস ঘিরে উত্তেজনায় টানটান পরিবেশ তার ছবি। সংবাদ প্রকাশঃ ২২-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন