দেবীদ্বারে অবৈধ ড্রেজার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/=============
কুমিল্লার দেবীদ্বার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম’র নেতৃত্বে উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকুট এলাকায় এ ভ্রম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত), ২০২৩ এর আওতায় মোঃ তাহের নামের এক ড্রেজার ব্যবসায়ীকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, বনকুট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। প্রশাসনের এ অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্নকর্তা রাকিবুল ইসলাম জানান, “পরিবেশ ও কৃষিজমির ক্ষতি রোধে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্নকর্তা রাকিবুল ইসলাম’র নেতৃত্বে অবৈধ ড্রেজার জব্দের অভিযানের ছবি। সংবাদ প্রকাশঃ ২২-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন