মুরাদনগরে প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের উদ্যাগে আয়োজিত দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক (ডিসি) মোঃ আমিরুল কায়ছারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, সংবাদদাতা মুরাদনগর থেকে ঃ
স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি করে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সুসম্পর্ক দৃঢ় করার জন্য গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মোঃ আমিরুল কায়ছার। তিনি বলেন, গ্রাম আদালত শুধু দ্ব›েদ্বর সমাধান করে না, এটি পারস্পরিক সম্পর্ককেও দৃঢ় করে। ন্যায়বিচার যাতে সাধারণ মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছানো যায়, সে জন্য ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যায়ে গ্রাম আদালতের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবেই সমাধান করা সম্ভব, যা সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভ‚মিকা পালন করে।
জেলা প্রশাসক (ডিসি) মোঃ আমিরুল কায়ছার সোমবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের উদ্যাগে আয়োজিত দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কোর্স উপদেষ্টার বক্তব্যে তিনি এই আহŸান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে কোর্স পরিচালক ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মেহেদী মাহমুদ আকন্দ।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) মো. সাকিব হাছান খান, মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্যানেল চেয়ারম্যান/ প্রশাসক, সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের সরকারি ক্রয় পদ্ধতি, হিসাব ব্যবস্থাপনা, গ্রাম আদালত, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের উপর ব্যাপক আলোকপাত করা হয়।
জেলা প্রশাসক আরো বলেন, স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূল স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। ১৯৭৬ সাল থেকে আইনের মাধ্যমে গ্রাম আদালত প্রচলিত। ২০০৬ সালে আইন সংশোধন এবং ২০১৬ সালে বিধিমালা প্রণয়নের পর এটি সক্রিয়করণের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে সারা দেশের ৬১টি জেলার ৪ হাজার ৪৫৩টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম চলমান আছে।
কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সহজলভ্য ও কার্যকর করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, গ্রাম আদালত আইন ২০০৬ এবং সংশোধিত আইন ২০২৪-এর আলোকে জনগণকে সচেতন করার কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সংবাদ প্রকাশঃ ২১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন