ভন্ড কবিরাজের কাছে ছোট বোনের ‘জ্বীন ছাড়াতে গিয়ে বড়বোন ধর্ষণের শিকার

ধর্ষণের পর ভিডিও ফাঁসের হুমকি- হাতিয়ে নেয় লাখ টাকারও বেশি

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
কুমিল্লার দেবীদ্বারে ভন্ড কবিরাজের কাছে ছোট বোনের ‘জিন ছাড়াতে’ গিয়ে এক গৃহবধূ (১৯) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে সোমবার (২০ অক্টোবর) বিকেলে দেবীদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ভন্ড কবিরাজের নাম কুদ্দুস মিয়া (৪৫)। তিনি উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত আব্দুল কাদের জিলানীর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জুন সকালে ওই গৃহবধূ তার ছোট বোনের ‘জিন ছাড়াতে’ কুদ্দুস কবিরাজের বাড়িতে যান। চিকিৎসার একপর্যায়ে কবিরাজ নানা কৌশলে গৃহবধূকে নিজের বসতঘরের একটি কক্ষে নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করেন।
ধর্ষণের সময় কুদ্দুস মিয়া ঘটনাটি ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে গৃহবধূর কাছ থেকে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয়। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
সম্প্রতি আবারও মোটা অঙ্কের টাকা দাবি করলে গৃহবধূ তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে কুদ্দুস মিয়া তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনসহ বিভিন্ন মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
গৃহবধূ সাংবাদিকদের বলেন, ‘আমি আমার ছোট বোনকে ‘জিন ছাড়াতে’ নিয়ে যাই কবিরাজ কুদ্দুসের কাছে। চিকিৎসা শুরু করার আগে সে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আমার স্বাক্ষর নেয়। পরে আমাকে একা একটি কক্ষে নিয়ে জোর করে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। এরপর সেই ভিডিও দেখিয়ে টাকার দাবিও করে। আমি বিভিন্ন জায়গা থেকে টাকা এনে দিলেও সে ভয় দেখিয়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে আমার ভাইকে বিদেশ পাঠানোর নাম করে আরও তিন লাখ টাকা নেয়। টাকা ফেরত চাইলে ভিডিও ফাঁসের হুমকি দেয় এবং শেষ পর্যন্ত আমার স্বামীর বাড়ির লোকদের কাছে ভিডিও ছড়িয়ে দেয়।’
গৃহবধূর মা বলেন, ‘ভন্ড কবিরাজের ফাঁদে পড়ে আমার মেয়ের সংসার ভেঙে গেছে। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।”
অভিযুক্ত কবিরাজ কুদ্দুস মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাদের এক মেয়ে অসুস্থ ছিল, আমার কাছে চিকিৎসা করিয়েছিল। কিন্তু দুই মাস আগে তারা এ ধরনের অভিযোগ নিয়ে গ্রামে আসে, তখন আমি কক্সবাজারে ছিলাম। আমার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’
দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মঈনউদ্দিন বলেন, ‘ভিক্টিমের মায়ের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ছোট বোনের জি¦ন ছাড়াতে গিয়ে বড়বোন ধর্ষণের শিকার হওয়া ভন্ড কবিরাজ কুদ্দুস(৪৫)’র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ২১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন