ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে বিজিবি কর্তৃক আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা গতকাল রবিবার ১৯ অক্টোবর বিশেষ অভিযান পরিচালনা করে ০২ কোটি ৫৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। এখানে জব্দকৃত প্রায় ০১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং ০১ কোটি ০৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় উন্নত মানের শাড়ী, খাদ্য সামগ্রী ও বাঁজি রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।
তিনি আরো বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোৎভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ২০-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন