aaa
ঢাকাMonday , 13 October 2025
সর্বশেষ সবখবর

ব্র্যান্ড প্র্যাক্টিশনারস বাংলাদেশের আয়োজনে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’ ৫.০ অনুষ্ঠিত

CTV News 24
October 13, 2025 12:00 pm
Link Copied!

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান ====
দেশের মার্কেটিং পেশাজীবীদের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন Maggi Presents Food & Beverage Marketing Fest 5.0, সফলভাবে অনুষ্ঠিত হয়েছে রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে। ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ (BPB)-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নেন তিন শতাধিক পেশাজীবী ও দেশের শীর্ষ ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনাল। সারাদিনে আটটি ইনসাইট ও প্যানেল সেশনে ২৫ জন বক্তা আলোচনা করেন ইনোভেশন, কনজিউমার ট্রেন্ড, কমপ্লায়েন্স, লিডারশিপ এবং কোলাবরেশনের মতো বিষয় নিয়ে।
পঞ্চমবারের মতো আয়োজিত এই ফেস্টের মূল থিম ছিল “Innovation Nourishes Growth”|
২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ দেশের সবচেয়ে বড় মার্কেটিং কমিউনিটি হিসেবে কাজ করছে। এর নানা উদ্যোগ যেমন Brand Talk, Business Brillianz, CMO Bangladesh, Marketing Fest, CoffeeCon, BrandFluencer Awards, Inter-University Marketing Debate Fest-পেশাজীবীদের শেখা, সংযোগ আর ইনোভেশনের ধারাকে এগিয়ে নিচ্ছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা মুহাম্মাদ ইলিয়াস, ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর, ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ। তিনি বলেন, “ইনোভেশন, মার্কেট ইনসাইট আর কোলাবরেশন এখন বাংলাদেশের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিচ্ছে। এই উৎসব কেবল একটি আয়োজন নয়, এটি একটি শেখার প্ল্যাটফর্ম।”
দিনের প্রথম সেশন ছিল “The Market We Serve: Current Realities and Future Prospects of
Food & Beverage”। পরিচালনা করেন ওয়াকিদ হায়দার, সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার, মার্কেটিং, সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেড।
প্যানেলে ছিলেন মাহবুব হুসাইন সজিব (আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড), মোহাম্মদ আনিসুল ইসলাম (প্যান্ডামার্ট, ফুডপান্ডা), মর্তুজা আহমেদ (মিনা বাজার), মো. তাসবি মাহবুব (ফুড মার্কেটিং প্র্যাকটিশনার) এবং রাজীব সাহা (কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড)। তারা বলেন, বাংলাদেশের ফুড মার্কেট এখন দ্রুত পরিবর্তনশীল-যেখানে ভোক্তার অভ্যাস, প্রযুক্তি আর পণ্য উন্নয়ন একসাথে নতুন প্রবণতা তৈরি করছে।
দ্বিতীয় সেশন “Safe Food, Strong Brands: Building Consumer Confidence through
Standards”-এ আলোচনা হয় খাদ্যের মান, নিরাপত্তা ও ব্র্যান্ড আস্থার সম্পর্ক নিয়ে। অংশ নেন রিয়াশাদ জামান (নেসলে বাংলাদেশ পিএলসি), এস এম আবু সাঈদ (বিএসটিআই) এবং মোঃ ইমরুল হাসান (ফুড সেইফটি ইন বাংলাদেশ)।
এরপরের কী-নোট সেশনে সুরাইয়া সিদ্দিকা, ডিরেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড বলেন, “একটি ব্র্যান্ডের আসল শক্তি তখনই প্রকাশ পায়, যখন সেটি শুধু পণ্য নয়, একটি উদ্দেশ্য নিয়েও কাজ করে।”
CXO প্যানেল “ব্যঘাত থেকে সম্প্রসারণ: খাদ্য ও পানীয়ের পথ” Growth”-এ অংশ নেন ড. রাফিউদ্দিন আহমেদ (নর্থ সাউথ ইউনিভার্সিটি), মোঃ মোফাসসেল হক, বিজনেস ডিরেক্টর, টি.কে. গ্রুপ, রুহিনা হালিম, পার্টনার, কোয়ান্টাম কনজিউমার সলিউশনস এবং এ কে এম জাবেদ,
সিওও, ডেকো ফুডস লিমিটেড।

আলোচনায় উঠে আসে কিভাবে পরিবর্তনকে সুযোগে রূপান্তরিত করা যায় এবং নেতৃত্বের ভূমিকা কীভাবে ব্র্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করে।
সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, সেলস ডিরেক্টর, নেসলে বাংলাদেশ পিএলসি, তিনি তাঁর সেশন “Driving Growth through Innovation as One GD Team”-এ বলেন, “গ্রোথ কখনো একা আসে না, আসে দলগত ইনোভেশনের মাধ্যমে।”
MD Panel “Empowering Evolution, Ensuring Growth”-এ অংশ নেন মোঃ নাহারুল ইসলাম মোল্লা (ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড), দীপেশ নাগ (গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড) এবং মডারেটর হিসেবে ছিলেন কাজী মহিউদ্দিন (মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ)। তারা বলেন, এখনকার নেতৃত্ব মানে শুধু ব্যবসা পরিচালনা নয়, বরং মানুষের আস্থা অর্জন করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা।

এ আয়োজনে প্রকাশিত হয় CMO Bangladesh Magazine-এর তৃতীয় সংখ্যা, যার মূল থিম ছিল “Innovation Nourishes Growth”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ এমডি, সিএক্সও, সিএমও এবং বিভিন্ন ব্র্যান্ড লিডার।
সৈয়দ আপন আহসান, ডিরেক্টর ও চিফ বিলিফ অফিসার, এক্সপ্রেশন্স লিমিটেড, এবং জেনারেল সেক্রেটারি (এএএবি), তাঁর সেশনে দেখান কিভাবে ইনোভেটিভ প্যাকেজিং এখন ব্র্যান্ড গল্প বলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
শেষ সেশন “Navigating Today’s Food & Beverage Market Dynamics with Smarter Strategies” (CMO Panel)-এ অংশ নেন সুমাইয়া মুতিয়াতুর রাসুল (ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), মোঃ মাইদুল ইসলাম, চিফ মার্কেটিং অফিসার, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মোহাম্মদ ইব্রাহিম খলিল, হেড অফ ব্র্যান্ড এন্ড কমিউকেশান্স টি.কে. গ্রুপ, পর্ণি মজুমদার, কো-ফাউন্ডার এন্ড সিইও, বস ম্যান ফিল্ম-ফুড-ডিজিটাল, মোঃ আকতারুজ্জামান, হেড অফ মার্কেটিং, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং আবু ওবায়দা ইমন, কান্ট্রি হেড অফ মার্কেটিং, ডমিনোস পিজ্জা বাংলাদেশ। তারা বলেন, নতুন যুগের মার্কেটিং মানে হলো ডেটা, গল্প আর কনজিউমারের আবেগের মধ্যে সঠিক ভারসাম্য তৈরি করা।
পুরো আয়োজনে মূল ফোকাস ছিল সহযোগিতা, উদ্ভাবন ও শেখার সংস্কৃতি। আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের ফুড মার্কেটিং ইন্ডাস্ট্রির পরিবর্তন, ডিজিটাল ট্রান্সফরমেশন ও ব্র্যান্ড ইনোভেশনের বাস্তব অভিজ্ঞতা।
পার্টনারদের প্রতিনিধি বক্তৃতায় এই উদ্যোগের প্রতি তাদের দীর্ঘদিনের সহযোগিতার কথা উল্লেখ করেন। সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, সেলস ডিরেক্টর, নেসলে বাংলাদেশ পিএলসি বলেন, “শুরু থেকেই আমরা এই ফেস্টের সঙ্গে যুক্ত আছি। এই প্ল্যাটফর্ম শুধু মার্কেটিং নয়, বরং শেখা ও লিডারশিপের এক সুন্দর সংযোগ।”
শফিকুল ইসলাম তুষার, চিফ মার্কেটিং অফিসার, আকিজ বেকার্স লিমিটেড বলেন, “এই আয়োজন বাংলাদেশের মার্কেটিং কমিউনিটির জন্য এক অনন্য সংযোগ তৈরি করেছে। আমরা শুরু থেকেই এর পাশে আছি এবং থাকব।”
মোহাম্মদ মোফাসসেল হক, বিজনেস ডিরেক্টর, পুষ্টি, বলেন, “এই ফেস্ট পেশাজীবীদের শেখা ও ইনোভেশনে উৎসাহিত করছে। আমরা ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের সঙ্গে এই উন্নয়নের পথে একসাথে আছি।”

মোঃ মাইদুল ইসলাম, চিফ মার্কেটিং অফিসার, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বলেন, “ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট আমাদের ইন্ডাস্ট্রির শক্তি, গল্প ও সহযোগিতার প্রতীক।”
দিনব্যাপী আলোচনা শেষে গালা ডিনার অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন দেশের শীর্ষ ব্র্যান্ড, এজেন্সি, উদ্যোক্তা ও মার্কেটিং বিশেষজ্ঞরা।

এই আযোজন বাস্তবায়িত হয় নানা পার্টনারের সহযোগিতায়-টাইটেল পার্টনার: ম্যাগি পাওয়ার্ড বাই: বেকম্যানস অ্যান্ড পুস্টি অ্যাসোসিয়েশন: মোজো প্ল্যাটিনাম পার্টনার: ইস্পাহানি মির্জাপুর টি কমিউনিটি পার্টনার: সিএমও বাংলাদেশ ইনফ্লুয়েন্সার পার্টনার: ব্র্যান্ডফ্লুয়েন্সার স্পাইসেস পার্টনার: এসিআই পিওর ফুডস স্ন্যাক্স পার্টনার: রুচি এক্সপ্লোর লিমিটলেস রাইস পার্টনার: নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আইসক্রিম পার্টনার: স্যাভয় আইসক্রিম পুষ্টি পার্টনার: শক্তি+ মুদি পার্টনার: খাস ফুড অর্গানিক পার্টনার: কাজী ও কাজী টি হট বেভারেজ পার্টনার: নেসকাফে সফট ড্রিংকস পার্টনার: লেমু ইলেক্ট্রোলাইট ড্রিংকস পার্টনার: এসএমসি প্লাস ওয়াটার পার্টনার: আকিজ ড্রিংকিং ওয়াটার শরবত পার্টনার: হামদর্দ রুহ আফজা কেক পার্টনার: ড্যান কেক বাংলাদেশ মিডিয়া পার্টনার: অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেড ইভেন্ট পার্টনার: হ্যাবসন ভেন্যু পার্টনার: রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল স্ট্র্যাটেজি পার্টনার: বিজনেস ব্রিলিয়ানজ ম্যাগি ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৫.০।।
আবারও প্রমাণ করেছে, যখন দেশের মার্কেটার, ব্র্যান্ড আর ইনোভেটররা একসাথে আসে, তখন বাংলাদেশের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি হয়ে ওঠে আরও উজ্জ্বল, স্মার্ট এবং শক্তিশালী। সংবাদ প্রকাশঃ ১৩-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

"এই সাইটে কোন নিউজ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"