কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের রাস্তায় পরিত্যক্ত ও উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করা মমতাজ বেগমকে রোববার সকালে তার ছেলেদের হাতে বুঝিয়ে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান । এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাহুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা ঃ=============
‘মানুষ মানুষের জন্য’ এই চিরন্তন সত্যকে বাস্তবে রূপ দিল কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন এবং উদার হৃদয়ের এক ব্যবসায়ী। সন্তানদের অবহেলায় রাস্তায় পরিত্যক্ত ও উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে মমতাজ বেগম (৬০) নামের এক অসহায় বৃদ্ধাকে। স্থানীয় এক ব্যবসায়ীর মানবিক উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তাৎক্ষণিক নির্দেশে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর পরিবারের সন্ধান পাওয়া গেছে। সবশেষে রবিবার সকাল ১০টায় মমতাজ বেগমকে তার ছেলেদের কাছে বুঝিয়ে দেন উপজেলা প্রশাসন।
গত শনিবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজারের ব্যস্ততা যখন প্রায় শেষ, ঠিক তখনই বাজারের ভিতরে এক উদভ্রান্ত বৃদ্ধাকে দেখতে পান স্থানীয়রা। চোখে হতভম্বতা এবং কথায় জড়তা নিয়ে ঘোরাঘুরি করা ওই নারীকে কেউ চিনতে পারছিলেন না। পরিচয়হীন এই বৃদ্ধার দুর্দশা দেখে এগিয়ে আসেন কোম্পানীগঞ্জ বাজারের থাই গøাস ব্যবসায়ী ফেরদৌস মিয়া। রাত প্রায় দশটার দিকে তিনি অসহায় বৃদ্ধাটিকে নিয়ে উপস্থিত হন মুরাদনগর থানায়।
থানার কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে অফিস বন্ধ থাকায় মানবিক ফেরদৌস মিয়া নিজেই সরাসরি ফোন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান-এর কাছে। ইউএনও মো. আবদুর রহমান কালক্ষেপণ না করে দ্রæত বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর ব্যবস্থা করতে তাৎক্ষণিক নির্দেশ দেন, তাঁর নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক এবং আবাসিক মেডিকেল অফিসার আবদুল্লাহ আল মামুন এর তত্ত¡াবধানে মমতাজ বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়।
একইসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান পরিচয় নিশ্চিত করতে হাসপাতালে একটি মোবাইল টিম পাঠান। বারবার ভিন্ন ভিন্ন কথা বললেও, চিকিৎসকের সহায়তায় শেষ পর্যন্ত বৃদ্ধার সঠিক পরিচয় ও ঠিকানা পাওয়া যায়। এরপর ইউএনও সার্বিক তদারকির জন্য সহকারী কমিশনার (ভ‚মি) সাকিব হাসান খানকে হাসপাতালে পাঠান। পাশাপাশি যোগাযোগ করা হয় দাউদকান্দির ইউএনও নাসরিন আক্তার-এর সঙ্গে। তাঁর সহযোগিতায় স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে মমতাজ বেগমের পরিবারের সন্ধান পাওয়া যায়। জানা যায়, তাঁর নাম মমতাজ বেগম, স্বামী মৃত আয়েত আলী, গ্রাম বীরতলা, ইলিয়টগঞ্জ, দাউদকান্দি, কুমিল্লা।
পরিবারের সন্ধান পাওয়া গেলেও, মমতাজ বেগমের সন্তানদের খবর দেওয়া হলে তারা রাতে মাকে দেখতে আসেননি। বরং তারা জানায়, “সকালে আসবো।” রাত গভীর হলেও হাসপাতালের বিছানায় একা পড়ে থাকেন মমতাজ বেগম। পাশে এক নারী চৌকিদার তাঁর সেবায় নিয়োজিত। যে সন্তানেরা মায়ের মমতায় বড় হলো, আজ সেই মায়ের পাশে নেই কেউ, আছে শুধু প্রশাসনের মানবিক হাত আর কিছু দয়ালু মানুষের সেবা। এই ঘটনাটি সমাজে মানবতা ও দায়িত্ববোধের গুরুত্বকে পুনরায় সামনে নিয়ে এলো। সংবাদ প্রকাশঃ ১৩-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=