টেকনাফে বিজিবির অভিযানে ১৭১ রোহিঙ্গা আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ======== কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ক্যাম্পের বাইরে আসা ১৭১ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া ও নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অননুমোদিত চলাচল রোধে তারা কঠোর নজরদারি চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্পের সীমারেখা অতিক্রম করে টেকনাফ সদরসহ আশপাশের এলাকায় চলাফেরা করছে। কেউ কেউ রাজমিস্ত্রি, জেলে, কাঠমিস্ত্রি বা যানবাহন চালকের পরিচয়ে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

অভিযান চলাকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্রা ও ২৫টি অটোরিকশা তল্লাশি করে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩৩ জন শিশুসহ মোট ১৭১ জন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়। পরে তাদের পরিচয় যাচাই ও মুচলেকা গ্রহণের পর সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “ক্যাম্পভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা যেন বিঘ্নিত না হয়, সেটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে রোহিঙ্গাদের অবৈধ চলাচল রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।” সংবাদ প্রকাশঃ ০৮-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন