চৌদ্দগ্রামে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান =====
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০২৫-২৬ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক-কৃষাণীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ এবং আসন্ন রবি মৌসুমে ফসল উৎপাদন পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার মহাপরিচালক মো: ছাইফুল আলম।
সোমবার (৬ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: আজিজুর রহমানের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের কৃষি উন্নয়ন ও টেকসই প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মো: রাশেদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ পরিচালক মো: মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ সারোয়ার জামান, চৌদ্দগ্রাম কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ হামিদুর রসুল নয়ন।
এসময় আরো উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হাসান মজুমদার, উপ-সহকারী কৃষি অফিসার আরিফ সোলায়মান মজুমদার ও মো: কামরুল হাসান, কৃষি উদোক্তা মো: ইমরান, মো: ইউনুছ ও মো: মুরাদ সহ কৃষক-কৃষাণী বৃন্দ।
৩০ জন কৃষক-কৃষাণীদের পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগানে ফসলের বৈশিষ্ট্য, চাষাবাদের জন্য উপযুক্ত জমি নির্বাচন, বপন ও রোপণ পদ্ধতি, সার প্রয়োগ, পরিচর্যা পদ্ধতি, বীজ শুকানো ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। পার্টনার প্রকল্পের আওতায় চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়ায় জিএপি প্রদর্শনীর কৃষক রফিকুল ইসলামের পেঁপে বাগান পরিদর্শন করেন অতিথি বৃন্দ। বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদনে উত্তম কৃষি চর্চার গুরুত্ব তোলে ধরেন বক্তারা। সংবাদ প্রকাশঃ ০৭-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=