ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি কুমিল্লার অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা

সিটিভি নিউজ।। এমদাদুল হক সোহাগ, কুমিল্লা: সংবাদদাতা জানান========
ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি কুমিল্লার নবগঠিত কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ০৫ অক্টোবর রোববার রাতে দি কুমিল্লা ক্লাব মিলনায়তনে অত্যন্ত আনন্দঘণ পরিবেশে ওই অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনটি। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের অভিষেক, ফুলেল শুভেচ্ছায় বরণ, আলোচনা শেষে দ্বিতীয়ভাগে সমিতির সদস্য ও অতিথি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি প্রফেসর মেজর মো: ইয়াকুব আলীর সভাপতিত্বে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো: তাজুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার সুনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো: আবদুল লতিফ, সমিতির উপদেষ্টা কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহম্মেদ শোয়েব সোহেল, সমিতির উপদেষ্টা কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি সাকিনা বেগম, সমিতির উপদেষ্টা নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার সহযোগী অধ্যাপক মো: আরিফ মোর্শেদ খান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম প্রমুখ।

কুমিল্লা সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক এসডিএসএম শাহনাজ আক্তার, সহকারি অধ্যাপক মো: শাখাওয়াত হোসেন ও সাংগঠনিক সম্পাদক সিসিএন বিশ্ববিদ্যারয়ের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিক মো: এমদাদুল হক সোহাগ এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও নতুন কমিটির সহসভাপতি আলী আমজাদ খাঁন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি মো: আনোয়ার হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এটিএম মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজাদ সরকার লিটন, প্রভাষক দুলাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার দীপু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ারুল হক দীপু, উপদেষ্টা আবদুস সামাদ ভূইয়া, উপদেষ্ঠা আবুল বাশার, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু প্রমুখ।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট মো: বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, হারিয়ে যাওয়া গাজীর পট ওপুতি পরিবেশনা, আধুনিক ও আধ্যাত্বিক গাণের সুরে ঝংকার তুলেন সমিতির সদস্য শিল্পী ডা. আরিফ মোর্শেদ খান, শাহাদাত হোসেন সরকার, বিল্লাল হোসেন ও আইরিন পারভীন। অতিথি শিল্পী ছিলেন, কুমিল্লার স্টেজ পারফর্মার স্মৃতি ও কামাল।

উল্লেখ্য, ১৯৯১ সালে কুমিল্লায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি, কুমিল্লা প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে সমিতির নিজস্ব কার্যালয় নগরীর রামঘাট এলাকায় নিজস্ব কার্যালয় থেকে সমিতির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ০৬-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন