মহাদেবপুরে প্রতিমা বিসর্জনকালে আত্রাই নদীতে পড়ে কিশোর নিখোঁজ

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী নওগাঁ সংবাদদাতা জানান ===
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি হাওলাদার (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর থেকে তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রনি হাওলাদার জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রঞ্জিত হাওলাদারের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জনের উৎসবের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয়রা, পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে আত্রাই নদীতে আনন্দ করছিল। তাদের নৌকাটি এক সময় মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ করেই নৌকা থেকে রনি হাওলাদার নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় থাকা রনির সঙ্গের লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেয়। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাৎক্ষণিক উদ্ধারকাজ শুরু করে। কিন্তু বৃহস্পতিবার ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ কিশোর রনি হাওলাদারকে উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চলছে। আমরা আশা করছি, দ্রুতই তার সন্ধান মিলবে। সংবাদ প্রকাশঃ ০৩-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন