প্রতিমা বিসর্জনে নদী পথে সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড : মহাপরিচালক জিয়াউল হক

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যন্ত নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
বুধবার (১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলছেন।
কোস্টগার্ড মহাপরিচালক বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের নদী তীরবর্তী উপকূলীয় এলাকাগুলোর মন্দির ও পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড শুরু থেকেই কঠোরভাবে দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় কোস্টগার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত রয়েছে। এ ছাড়া যে কোনো দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ সার্বক্ষণিক টহল চলছে।’
কোস্টগার্ডের মহাপরিচালক আরও বলেন, আগামীকাল বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জন পর্যন্ত সনাতন ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আমরা আশা প্রকাশ করছি। তবে প্রতিমা বিসর্জনের সময় নৌকায় যাতে অতিরিক্ত লোক উঠানো না হয় এবং যারা সাঁতার জানেন না তারা যেন কেউ নৌকায় না উঠেন সে বিষয়টি সবাইকে লক্ষ্য রাখতে হবে।’
প্রতিমা বিসর্জনের সময় কোথাও যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য সচেতন থাকতে সনাতন ধর্মাবলম্বী সবার প্রতি আহ্বান জানান মো. জিয়াউল হক।
এ সময় উপস্থিত ছিলেন: কোস্টগার্ড ও জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ০১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=