কুমিল্লার এএফসি হেল্থ লিমিটেড হাসপাতাল পুনরায় চালুর দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

সিটিভি নিউজ।।কুমিল্লা প্রতিনিধি -==========
কুমিল্লার এএফসি হেল্থ লিমিটেড হাসপাতাল পুনরায় চালুর দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে হাসপাতালের সাথে জড়িতরা। ১ অক্টোবর বুধবার সকালে কুমিল্লা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। পরে কুমিল্লা প্রেসক্লাবে সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, হাসপাতালটি যখন নানা অব্যবস্থাপনার কারনে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, তখন হাসপাতালটি পুনরায় চালু করতে তারা প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু এখন মালিক কর্তৃপক্ষ চুক্তি হওয়া পক্ষের সাথে প্রতারণা করে নতুন করে অন্যদের কাছ থেকে টাকা নিচ্ছে। এতে ২৩ জন বিনোয়গকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিনিয়োগকারীদের মধ্যে পরিচালক খায়রুন্নেসা, হাবিবুর রহমান, মামুনুর রশীদ রিপন, জসিম উদ্দিন, মামুনুর রহমান, আসাদুজ্জামান রাসেল, মোজাম্মেল হকসহ অন্যান্যরা।
উল্লেখ্য, এএফসি হেল্থ লিমিটেড হাসপাতালটি কুমিল্লা অঞ্চলের হৃদ রোগ চিকিৎসায় আধুনিক সরঞ্জাম নিয়ে সেবা চালু কার্যক্রম শুরু করেছিল। সংবাদ প্রকাশঃ ০১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন