aaa
ঢাকাFriday , 26 September 2025
সর্বশেষ সবখবর

বুড়িচং – ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

CTV News 24
September 26, 2025 2:02 pm
Link Copied!

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ===========
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত পরিচিতি কমিটির সভা আলেখারচর বিশ্বরোড হোটেল মিয়ামি ২ এ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাজী মোঃ আমির হোসেন।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার বিএনপির সহসভাপতি এডভোকেট মোঃ শরীফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, মোঃ কামাল হোসেন, মোঃ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আবু ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক জামাল হোসেন চৌধুরী, মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, মনির হোসেন ভূইয়া, মনিরুল ইসলাম ভূইয়া।
ব্রাহ্মণপাড়া উপজেলা নবনির্বাচিত কমিটির সহসভাপতি শাহ আলম খোকন, মহসিন কবির সর, মোঃ রবিউল্লাহ রবি, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ভূইয়া রিপন চেয়ারম্যান, শাহজাহান সাজু, সহ সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান জুমান মালদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক ডা. রিজুয়ানুল হক নিরব, সদস্য মোঃ জালাল উদ্দীন প্রমূখ। এসময় দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরিচিতি সভা শেষে হোটেল মিয়ামি ২ থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন ও বুড়িচং উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আগামী ২৭ সেপ্টেম্বর সম্মেলন সফল করার লক্ষ্যে বিশাল মিছিল বের করে আধা কিলোমিটার এলাকায় পদযাত্রা করেন। এসময় নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস লক্ষ করা গেছে। যে কোন মূল্যে সম্মেলন কে সফল করতে নেতাকর্মী গণ সজাগ থাকার আহবান জানান।

"এই সাইটে কোন নিউজ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"