সারদায় প্রশিক্ষণরত প্রশিক্ষনার্থীদের নওগাঁ জেলায় আগমন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ====== বুধবার(২৪ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণরত ৪১তম এবং ৪৩ তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৯ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তাদের স্টাডি ট্যুরের অংশ হিসেবে নওগাঁ জেলা পরিদর্শন করেন।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে এ্যাডিশনাল এসপি ফারজানা হোসেন প্রশিক্ষনার্থীদেরকে প্রথমেই ফুলেল শুভেচ্ছা জানান। অতঃপর নওগাঁ জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এর সাথে প্রশিক্ষনার্থীদের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিতি পর্ব ও মতবিনিময় সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে নওগাঁর ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে প্রশিক্ষনার্থীদেরকে একটি সংক্ষিপ্ত ধারণা দেয়ার লক্ষ্যে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেয়া হয়।
নওগাঁর ঐতিহাসিক স্হানসমূহের সাথে প্রশিক্ষনার্থীদেরকে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে বদলগাছিতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার, আত্রাইয়ে অবস্থিত রবীন্দ্র কুঠিবাড়ি ও মান্দায় অবস্থিত কুসুম্বা মসজিদসহ নওগাঁর দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করানো হয়। সংবাদ প্রকাশঃ ২৬-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=