মহেশপুরে সিজারিয়ান অপারেশনে নারীর মূত্রথলি কেটে ফেলার অভিযোগ ঝুঁকিপূর্ণ ক্লিনিক পরিচালনায় ক্ষোভ স্থানীয়দের

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি==============
ঝিনাইদহের মহেশপুরে সিজারিয়ান অপারেশনের সময় এক নারীর মূত্রথলি ও ভুঁড়ি কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত ১৭ সেপ্টেম্বর উপজেলার ঘুঘরি বাজারে অবস্থিত আল আরাফাহ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী স্বপ্না খাতুন (২৫) আশঙ্কাজনক অবস্থায় যশোরের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
স্বপ্নার ভাই মনসুর হোসেন মিয়াজি অভিযোগ করেন, “একজন ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন করিয়ে আমার বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। তারা আল্ট্রাসনোগ্রাম রিপোর্টও লুকিয়ে ফেলেছে এবং প্রতিবাদ করলেই হুমকি দিচ্ছে।”
পরিবারের দাবি, অপারেশনের সময় চিকিৎসকের ভুলে স্বপ্নার মূত্রথলি ও ভুঁড়িতে একাধিক ছিদ্র হয়, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে।
ঘুঘরি বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, ডায়াগনস্টিক সেন্টারের মালিক কাজল ভুঁইয়া স্থানীয় রাজনীতির প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ক্লিনিক চালাচ্ছেন। এর আগেও এই প্রতিষ্ঠানের ভুল চিকিৎসায় রোগীর ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।
একজন স্থানীয় নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা সামান্য বেতনে চাকরি করি। এখানে যেসব ডাক্তার আনা হয়, তাদের বিষয়ে মানুষের ক্ষোভ রয়েছে। কিন্তু কেউ মুখ খুলতে সাহস পায় না।”
ডায়াগনস্টিক সেন্টারের মালিক কাজল ভুঁইয়া বলেন, “অপারেশনে দুর্ঘটনা ঘটতেই পারে। রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হবে। রোগী আমার প্রতিবেশী, তারা যা পারে করুক। সাংবাদিকদের মাথা ঘামানোর কিছু নেই।”
তবে অপারেশনকারী চিকিৎসক পরিচয়ে তিনি বলেন, “সোহেল রানা নামে এক ডাক্তার কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে কর্মরত।”
কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, উক্ত হাসপাতালে সোহেল রানা নামে কোনো চিকিৎসক নেই। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি অস্পষ্ট জবাব দিয়ে এড়িয়ে যান।
জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত অমানবিক। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে খোঁজখবর নেয়ার জন্য পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, অবিলম্বে ভুয়া ডাক্তার ও অনুমোদনহীন ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালানো জরুরি, নইলে আরও প্রাণহানি ঘটবে। সংবাদ প্রকাশঃ ২৫-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=