টেকনাফে বিজিবির অভিযানে ৩৯,২০০ পিস ইয়াবা উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==============কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে ৩৯ হাজারের বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীরা পালিয়ে গেছে।

বিজিবি জানায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ খরেরদ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সকালে এলাকায় যায়। তখন আলীখাল পোস্ট থেকে প্রায় ৫০০ মিটার পূর্বে নদীর পাড়ে এক ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগসহ ঘোরাফেরা করতে দেখে। আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি এগিয়ে গেলে ওই ব্যক্তি ব্যাগটি কাদায় ফেলে কেওড়া বনের ভেতর পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে বিশেষ কৌশলে মোড়ানো ৩৯ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পালিয়ে যাওয়া ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেছে। তাঁর নাম আনোয়ার হোসেন (৩৫), তিনি টেকনাফের রঙ্গীখালী এলাকার বাসিন্দা। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উদ্ধার করা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় জমা দেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ২৫-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন