দেবীদ্বারে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা চলাকালে প্রতিপক্ষের হামলা; আহত ১২

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===============
কুমিল্লার দেবীদ্বারে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ম্যাচ চলাকালে শিক্ষার্থীদের একটি দল অপর দলের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাথে সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলা ছিল। হামলায় উপজেলার সাইচাপাড়া বিজেএমএ মজিদ উচ্চ বিদ্যালয়ের অন্তত ১২ শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে দেবীদ্বার পৌর এলাকার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও মাঠের বাইরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাথে সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলা ছিল। খেলার নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকায় টাইব্রেকারে দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দল এগিয়ে থাকে। একটি সর্ট বাকী থাকতে এ সময় রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু উত্তেজিত ছাত্র মিছিল বের করে প্রথমে সাইচাপাড়া স্কুলের গোলকিপার তানভিরের ওপর হামলা চালায়। এতে খেলাটি পন্ড হয়ে যায়। পরে সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা মাঠের বাইরে গেলে রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা সাইকেলের চেইন, বেল্ট ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। এতে সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের ১০/১২ জন খেলোয়াড় আহত হয়। সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের খেলোয়াররা সিএনজি ও অটো যোগে বাড়ি ফেরার পথে নিউমার্কেট এলাকা থেকে তাদের সিএনজি ও অটো থেকে নামিয়ে মারধর করে। আহতরা হচ্ছে- খেলোয়াড় আবদুল মান্নান, সাকিব, রাকিব, রিফাত, সাব্বির, সাজ্জাত, মাহিম ও নাইমূর। তাদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়।
সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ বলেন, আহত খেলোয়াড় দেবীদ্বারে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপত্তার কারণে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। একটি সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ খেলাটি টাইব্রেকারে সম্পূর্ণ হওয়ার আগেই আমার শিক্ষার্থীদের উপর হামলা হয়। প্রতিবছরই নিজেদের মাঠে রেয়াজ উদ্দিন বিদ্যালয়ের মাঠে এমন ঘটনা ঘটানো হয় এবং পুলিশের পাহারায় খেলোয়াড়দের বাড়িতে যেতে হয়েছে। এ ঘটনায় চিকিৎসা শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
হামলার বিষয়ে রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগীতার আহ্বায়ক মো. কামরুজ্জামান মজুমদার বলেন, ঘটনার সময় তিনি মাঠে ছিলেন না। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সমাধানের উদ্যোগ নিয়েছে।
দেবীদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর বলেন, ঘটনার পরই ক্রীড়া কমিটির সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। আহতদের চিকিৎসা চলছে। হামলার বিষয়ে তদন্তকরে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে আমি সংবাদ পাওয়ার পর খবরা-খবর নিয়েছি। আগামীকাল দুই স্কুলের প্রধান শিক্ষকে ডেকেছি, বিস্তারিত জেনে সমাধান ব্যবস্থা নেব। সংবাদ প্রকাশঃ ২৩-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন