মৌলভীবাজার পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

সিটিভি নিউজ।। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,মৌলভী বাজার জেলা সংবাদদাতা জানান ===== : মৌলভীবাজার সদর উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন এলাকায় প্রতিদিন ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট জনজীবনকে চরম দুর্ভোগে ফেলেছে। সকাল-সন্ধ্যা যখন-তখন বিদ্যুৎ চলে যায়, আবার দীর্ঘক্ষণ ফিরে আসে না।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, প্রতিদিন একই অজুহাত শোনা যায়—‘লোডশেডিং’। অথচ কেন এত দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না বা সঠিক সময়সূচি কেন জানানো হয় না, তার জবাব পায় না সাধারণ মানুষ।

এছাড়া মিটার কারচুপি, ভুতুড়ে বিল ও ভোগান্তিমূলক সেবার জন্যও পল্লী বিদ্যুৎ সদর জোনাল অফিসের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

১৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ছালামিটিলা, শিমুলতলা ও আশপাশের অধিকাংশ এলাকায় প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল না। গ্রাহকেরা অভিযোগ কেন্দ্রের নাম্বার ০১৭৬৯৪০১৪৫০-এ একাধিকবার কল করলেও কোনো সংযোগ পাওয়া যায়নি। কল ব্যস্ত দেখিয়ে রেখেছে বলে জানান ভুক্তভোগীরা।

পরবর্তীতে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) এর নাম্বারে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এমনকি ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউল হকের নাম্বার ০১৭৬৯৪০০১৯৪-এ যোগাযোগের চেষ্টা করলেও সেটিও ব্যস্ত থাকায় কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সেবা নিতে টাকা দিচ্ছি, কিন্তু বিদ্যুৎ পাচ্ছি না। অভিযোগ করতে গেলে কল ধরা হয় না। এটা কি ধরনের সেবা?”

মৌলভীবাজারবাসীর প্রশ্ন—‘বিদ্যুৎ সেবা না দিয়ে শুধু ভুতুড়ে বিল থোপানোর দায়ভার কি কেউ নেবে?’ সংবাদ প্রকাশঃ ১৮-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন