ব্রাহ্মণপাড়া মাদকসেবী ও ইভটিজারের হামলায় ইউপি সদস্যসহ আহত-৪

সিটিভি নিউজ।। ‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্বপোমকাড়া গ্রামে মাদকসেবী ও ইভটিজারের হামলায় স্থানীয় ইউপি সদস্যসহ ৪ জন আহত হয়েছে। (৬ সেপ্টেম্বর) শনিবার দুপুরে পূর্বপোমকাড়া অলিউল্লাহর পরিত্যক্ত বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন হামলায় গুরুত্বর আহত মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী দেলোয়ারা বেগম। থানার অভিযোগ ও আহতদের সূত্রে জানা যায় , (৬ সেপ্টেম্বর) শনিবার দুপুরে শিদলাই ইউনিয়নের পূর্বপোমকাড়া অলিউল্লাহর পরিত্যক্ত বাড়ীর সামনে চিহৃিত মাদকসেবী ও ইভটিজাররা মাদক সেবন করে রাস্তায় চলাচলরত স্কুল ও কলেজগামী মেয়েদেরকে ইভটিজিং করে থাকে। গ্রামের লোকজন বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেনকে অবগত করে। সেই সূত্র ধরে ইউপি সদস্য তাদেরকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে শনিবার দুপুরে অলিউল্লাহর পরিত্যক্ত বাড়ীর সামনে রিফাত মাদক সেবন করে ইভটিজিং করার সময় মেম্বার বিষয়টি দেখে জিজ্ঞাসাবাদ করলে মাদকসেবী সিফাতের নের্তৃত্বে ৪/৫ জন বাড়ীর ভেতর থেকে দা, সুইচ গিয়ার, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে আলমগীর মেম্বারের উপর হামলা করে। তখন সিফাতের নের্তৃত্বে আরো ৭/৮ জন এসে আলমগীর মেম্বারের উপর হামলা চালালে তার ডাকচিৎকারে অন্যান্যরা আসলে তাদেরকেও এলোপাথারি কুপিয়ে মারাত্নকভাবে আহত করে। হামলাকারীরা হলেন- মোঃ হাবিবুর রহমানের ছেলে সিফাত (২২), মো. আব্দুল মতিনের ছেলে সিয়াম (২০), মোঃ হোসেন মিয়ার ছেলে ইয়াছিন (২২), মো. ফিরোজ মিয়ার ছেলে রাহিম (২২) , শফিকুল ইসলাম প্রকাশ গাজীর ছেলে রাব্বি (২০), মো. জসিম উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (২০), মো. ইসমাইলের ছেলে হাবিবুর রহমান (৪৮), মো. রফিকুল ইসলামের ছেলে শামীম মিয়া (১৯), মৃত আব্বাস আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৫২), মৃত জালাল হোসেনের ছেলে সফিকুল ইসলাম প্রকাশ গাজী (৫৫), মৃত কনু মিয়ার ছেলে মো. ফিরোজ মিয়া (৪৮), মৃত আলী হোসেনের ছেলে আব্দুল মতিন (৫০), মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো হোসেন (৪৫) সহ অজ্ঞাত ৪/৫ জন। এসময় আলমগীর মেম্বারের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। আহতরা হলেন- মৃত সামসুল হকের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪২) , তার ভাই সেলিম মিয়া (৪৮) , মৃত জুনাব আলীর ছেলে আলমগীর হোসেন মেম্বার (৪৩) , সিরাজুল ইসলামের ছেলে মো. রুমান (২০)। আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সিরাজুল ইসলামের অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সিরাজুল ইসলামের স্ত্রী দেলোয়ারা বেগম বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এবিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, হামলার ঘটনাটি আমি শুনেছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সহযোগিতা করা হবে।
সংবাদ প্রকাশঃ ০৮-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন