টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে সিমেন্ট-ঔষধসহ ফিশিং বোট জব্দ

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ====== কক্সবাজারের টেকনাফে মিয়ানমার পাচারকালে সিমেন্ট, ঔষধ, জর্দ্দা ও লোহার পেরেকসহ একটি ফিশিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর রাতে কক্সবাজার স্টেশন কোস্ট গার্ড সদর থানাধীন নাজিরারটেক সমুদ্র এলাকায় অভিযান চালায়।

অভিযানে পাচারকাজে ব্যবহৃত সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১৯৭ বস্তা সিমেন্ট, ১৯৭ কেজি লোহার পেরেক, ১ হাজার ১১৬ পিস জর্দ্দা ও ১৩০ কার্টুন ঔষধ জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
জব্দকৃত মালামাল ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে। সংবাদ প্রকাশঃ ০৬-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন