শ্রীকাইল সরকারি কলেজ শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকাইল সরকারি কলেজের শিক্ষক পরিষদের নতুন কমিটির সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সহকর্মীরা।

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ=================
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকাইল সরকারি কলেজের শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন এই কমিটির সম্পাদক মনোনীত হয়েছেন। তার নেতৃত্বে এক বছরের জন্য এই কমিটি কলেজ শিক্ষকদের স্বার্থে কাজ করবে এবং শিক্ষা কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কলেজের শিক্ষকরা ওই কমিটি গঠন করেন। সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এই নতুন কমিটি কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবে বলে কর্তৃপক্ষ মনে করছে।
অর্থনীতি বিভাগের প্রভাষক ফেরদৌসি আক্তার নব-গঠিত এই কমিটির সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন। তিনি সম্পাদককে তার কাজে সহযোগিতা করবেন। কোষাধ্যক্ষ পদে মনোনীত সহয়েছেন, উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক জাহানারা বেগম। তিনি কমিটির আর্থিক বিষয়গুলো দেখভাল করবেন।
নব-গঠিত কমিটির সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সাংবাদিকদের বলেন, তারা শিক্ষকদের ঐক্যবদ্ধ এবং কলেজের সার্বিক উন্নয়নে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তার মতে, একটি সুসংগঠিত শিক্ষক পরিষদ কলেজের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংবাদ প্রকাশঃ ০৬-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন