গণতন্ত্র প্রতিষ্ঠা ও জাতীয় সংকট সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই – এএফএম তারেক মূন্সী

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেবীদ্বারে বর্ণাঢ্য র‌্যালি
সিটিভি নিউজ।।এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/-==============
জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। তবে একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে এ প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জাতীয় সংকট সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবীদ্বার উপজেলা ভিড়াল্লা বাস স্টেশনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি শেষে আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি ওই বক্তব্য তুলে ধরেন।
তিনি আরো বলেন, “দলের নাম ভাঙিয়ে দখল ও চাঁদাবাজির কারণে অনেক দাপুটে নেতা বহিষ্কৃত হয়েছেন। বিএনপির মধ্যে গডফাদার সংস্কৃতি প্রবর্তনের চেষ্টা করলে তাদের চিহ্নিত করে দল ও আইনের মুখোমুখি করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এ ধরনের দুর্বৃত্তায়ন প্রতিহত করব।”
উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মাহফুজ ও সদস্য সচিব আলীম পাঠান, উপজেলা যুবদলের সভাপতি মো. নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য মাহমুদুল হাসান তামিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ হাজারী ও সদস্য সচিব নাজমুল হাসানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ছবির ক্যাপশন: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেবীদ্বারে র‌্যালিতে জাতীয় ও দলীয় পতাকা হাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। সংবাদ প্রকাশঃ ০৩-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন