সাংবাদিক মাসুদের স্ত্রী চুমকির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন

সিটিভি নিউজ।। ঢাকা : প্রিয় সহযোদ্ধা সাংবাদিক মিজানুর রহমান মাসুদের স্ত্রী সালমা জাহান সিদ্দিকা চুমকির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ) এর চেয়ারম্যান শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে শোক জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব।
গত ২৭ আগষ্ট হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। পরবর্তী দ্রুত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতরাত ৪ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাংবাদিক সহধর্মিণী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক শোক বার্তায় সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব বলেন, আমাদের প্রিয় সহযোদ্ধা সাংবাদিক মিজানুর রহমান মাসুদের স্ত্রী সালমা জাহান সিদ্দিকা চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আজ বুধবার জানাজা বাদ জহুর নোয়াখালী জেলার সোনাপুরের মতিপুরে পারিবারিক কবর স্থান দাফন সম্পূর্ণ হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন বিআরজেএ ডিসেম্বর-২০২৫ জাতীয় অনুষ্ঠানের প্রধান কনভেনার সহযোদ্ধা সাংবাদিক মিজানুর রহমান মাসুদের স্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন সংগঠনের চট্টগ্রাম বিভাগের জেলা-উপজেলা কমিটির প্রধান কনভেনার তাজুল ইসলাম মানিক ভূঁইয়া সহ অনেকে। শোক বার্তায় তারা বলেন, সালমা জাহান সিদ্দিকা চুমকি শুধু একজন দক্ষ শিক্ষিকা নন, ছিলেন একাধারে একজন সংবাদ কর্মীর সহযোদ্ধা ও সহ-সংগঠক।
সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব প্রিয় সহযোদ্ধা সাংবাদিকের স্ত্রী শিক্ষিকার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ প্রকাশঃ ০৩-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=