চৌদ্দগ্রামে বিপুল পরিমান ফেন্সিডিল সহ চিহ্ণিত মাদক কারবারি আটক

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা জানান ======= কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব-১১, সিপিসি-০২ এর বিশেষ অভিযানে বিপুল পরিমান (১৮৭৫ বোতল) ফেন্সিডিল সহ মো. ওসমান গণি শুভ (২৫) নামে চিহ্ণিত এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় অপর দুই মাদক কারবারি পালিয়ে গেছে। আটককৃত ওসমান গণি উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে। সোমবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে র‌্যাব-১১, সিপিসি-০২ এর একটি আভিযানিক দল উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জনৈক ইলিয়াছ মিয়ার বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল সহ মো. ওসমান গণি শুভ নামে এলাকার এক চিহিৃত মাদক কারবারিকে আটক করা হয়। র‌্যাবের উপস্থিতি টের টেয়ে বাড়ীর মালিক ইলিয়াছ ও বিটু নামে অপর এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ৯টি বস্তায় সংরক্ষিত সর্বমোট ১ হাজার ৮৭৫ বোতল ফেন্সিডিল জব্দ করে। পরে আটককৃত ব্যক্তি ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-০২, কুমিল্লার উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি মো, ওসমান গণি শুভ দীর্ঘদিন যাবৎ পলাতক অপর আসামী মো. ইলিয়াছ ও বিটুর সহযোগিতায় ভারতীয় মদ, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়ের মাধ্যমে নিজেদের সংরক্ষণে রেখে কুমিল্লা-ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কৌশলে পাইকারি ও খুচরা বিক্রি সহ পাচার করে আসছিলো। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ চিহিৃত মাদক কারবারি ওসমান গণিকে আটক করে র‌্যাব। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। সংবাদ প্রকাশঃ ০১-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন