ব্রাহ্মণপাড়ার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে এড.মোবারক হোসাইন

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ======
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামি থেকে মনোনীত প্রার্থী জননেতা ড. মোবারক হোসাইন। গতকাল ৩০ আগষ্ট (শনিবার) তিনি দুর্ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্তদ পরিবারের খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় তিনি বলেন “মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। তবে এর পাশাপাশি সকলকে আরও সচেতন হতে হবে। ছোট একটি অসতর্কতা ভয়াবহ আগুনে পরিণত হয়ে জীবনের সকল স্বপ্ন ভস্ম করে দিতে পারে।”তিনি সকলকে বিদ্যুতের তার, গ্যাস, চুলা এবং দাহ্যবস্তু ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। একইসাথে এমন দুর্ঘটনার সময় দ্রুত স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পরামর্শ দেন। মানবতার টানে পাশে দাঁড়ানোই আমাদের শক্তি আর সচেতনতার মাধ্যমেই এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুলালপুর ইউনিয়ন আমীর মাওলানা কাজী হান্নান, সেক্রেটারি ফরিদ আহমেদ, বি-পাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি কামরুল ইসলাম, ছাত্রনেতা আফনাম মুজাহিদ, তৌফিকুল ইসলাম, হারুন,মাহবুব,মামন, ইমাম প্রমুখ। উল্লেখ্য গত ২৭ আগস্ট দুলালপুর অগ্নিকান্ডে ৪ পরিবারের ৬ ঘর পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। সংবাদ প্রকাশঃ ৩০-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=